Nazmul tv In Islam দিন প্রচারের কাজে নিয়োজিত Recited by Saad Al Qureshi Editing By MD.N.M.K.NAZMUL HASSAN اَللّٰهُمَّ حَاسِبْنِىْ حِسَا بًا يَّسِيْرًا Allahumma hasibni hisabay yasira O Allah! Grant me an easy reckoning (Al Hakeem) উচ্চারণ : 'আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা'। অর্থ : হে আল্লাহ! আপনি আমার হিসাবকে সহজ করে দিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজ হিসাব দান, মর্যাদা বৃদ্ধি এবং বিশেষে রহমতের জান্নাত দান করুন। 1:- জান্নাত মুমিনের সেরা প্রাপ্তি। বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনটি গুণের অধিকারী ব্যক্তির জন্য আল্লাহর রহমতের জান্নাত প্রস্তুত বলে ঘোষণা দিয়েছেন। তাদের হিসাবও হবে সহজ। হাদিসে পাকে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘তিনটি বৈশিষ্ট্য বা স্বভাব যার মধ্যে থাকবে আল্লাহ তার হিসাব সহজ করে দেবেন এবং নিজ রহমতে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাঈন নিবেদন করলেন- হে আল্লাহর রাসুল! আমাদের বাবা-মা আপনার জন্য কুরবান হোক। সেই তিনটি বৈশিষ্ট্য বা স্বভাব কী? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তাহলো- - যে তোমাকে বঞ্চিত করেছে; তাকে তুমি দান করবে। - যে তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে; তার সঙ্গে তুমি সম্পর্ক গড়বে। আর - যে তোমার ওপর জুলুম করেছে; তাকে তুমি ক্ষমা করে দেবে।’ (তাবারানি, আত-তারগিব ওয়াত তারহিব) সর্বোপরি কথা হলো অত্যাচার-নির্যাতনের শিকার হওয়ার পর যে ব্যক্তি অত্যাচারীকে ক্ষমা করে দেবে; তার জন্য রয়েছে পছন্দনীয় জান্নাতের ঘোষণা। হাদিসে এসেছে- রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘জান্নাতের মহা মর্যাদাবান একটি দরজা রয়েছে। এ দরজা দিয়ে ওই ব্যক্তিই প্রবেশ করবে; যে তার ওপর জুলুমকারীকে ক্ষমা করে দেবে।’ (আল-ইহসান ইলাল ইয়াতিম, নুজহাতুল মাজালেস) সুতরাং মুমিন মুসলমানের উচিত, পরকালের হিসাব সহজ হওয়ার এবং আল্লাহর বিশেষ রহমতের জান্নাতে স্থান পাওয়ার জন্য উল্লেখিত তিনটি স্বভাব নিজেদের জীবনে বাস্তবায়ন করা। আর এতে মহান আল্লাহ মর্যাদা ও সম্মানের সঙ্গে সহজ হিসাব ও জান্নাত দান করবেন। পরকালে হিসাব সহজ হতে বেশি বেশি এ দোয়া করা- اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا উচ্চারণ : ‘আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা’। অর্থ : হে আল্লাহ! আপনি আমার হিসাবকে সহজ করে দিন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সহজ হিসাব দান, মর্যাদা বৃদ্ধি এবং বিশেষে রহমতের জান্নাত দান করুন। আমিন। 2:- কেয়ামতের দিন প্রতিটি মানুষের অবস্থা হবে ভয়াবহ। সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আবার কেউ তার নেক আমল দিয়ে কিংবা হিসাব দিয়েও পার পাবে না। এ কারণে নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ মর্মে সতর্ক করেছেন, 'যার হিসাব পরীক্ষা করা হবে; তাকে আজাব দেওয়া হবে।' তবে কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে বলেছেন বিশ্বনবি। কী সেই দোয়া? কেয়ামতের দিন হিসাব সহজ হওয়ার জন্য নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন এবং দোয়া করতে বলতেন- اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابَاً يَسِيرَاً উচ্চারণ : 'আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা।' অর্থ : 'হে আল্লাহ! (কেয়ামতের দিন) আমার কাছ থেকে সহজ করে হিসাব নিও।' পরকালে প্রতিটি মানুষকে তার কর্মের হিসাব দিতে হবে। সেদিন যাদের ডান হাতে আমলনামা আসবে; তারা সফল। বিষয়টি কোরআনে এভাবে ওঠে এসেছে- فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِيْنِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيْرًا وَّ یَنۡقَلِبُ اِلٰۤی اَهۡلِهٖ مَسۡرُوۡرًا এরপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে; অত্যন্ত সহজভাবেই তার হিসাব-নিকাশ করা হবে। আর সে তার পরিবার-পরিজনের কাছে আনন্দিত হয়ে ফিরে যাবে। (সুরা ইনশিকাক : আয়াত ৭-৯) হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু যখন কোরআনের এ ঘোষণার এ বিষয়টি নবিজীর সামনে তুলে ধরলেন; তখন নবিজী কী বলেছেন? হাদিসে এসেছে- হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন কেয়ামতের দিন যারই হিসাব নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে। আমি বললাম, (এ কথা শুনে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন) হে আল্লাহর রাসুল! আল্লাহ কি বলেননি- فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِيْنِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيْرًا 'এরপর যার ‘আমলনামা' তার ডান হাতে দেওয়া হবে; তার হিসাব সহজভাবেই নেওয়া হবে।' এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'তা কেবল পেশ করা মাত্র। কেয়ামতের দিন যার হিসাব খতিয়ে দেখা হবে তাকে অবশ্যই আজাব দেওয়া হবে।' (বুখারি) মনে রাখতে হবে আল্লাহর রহমত ছাড়া পরকালে হিসাব সহজ কিংবা নাজাতের কোনো উপায় নেই। আল্লাহর রহমত ও তাঁর কাছে দোয়ার বরকতেই তিনি বান্দার হিসাব সহজ করে পরকালের নাজাত দান করবেন। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার কাছে বেশি বেশি দোয়া হিসাব সহজের দোয়া করার তাওফিক দান করুন। ডান হাতে আমলনামা পেয়ে পরকালের সব বিপদ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন। DON'T FORGET TO Like, SUBSCRIBE & SHARE THIS VIDEO !!! 📢 | ❝ DON'T FORGET TO CLICK THE BELL ICON ❞ 🔔 NEXT TO THE SUBSCRIBE BUTTON TO BE NOTIFIED OF NEW UPLOAD আসসালামু আলাইকুম আমাদের লক্ষ্য দ্বীন প্রচার করা। Recited by Saad Al Qureshi Editing By MD.N.M.K.NAZMUL HASSAN
•প্রচার করো, আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও। সহিহ বুখারীঃ৩৪৬১ •আপনার যতটুকু জ্ঞান আছে তা মানুষের মাঝে বিলিয়ে দেন, পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। •কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।" https://twitter.com/nazmul_nmk https://nazmultvinislam.blogspot.com/ https://www.facebook.com/mdnmknazmulhassan https://www.youtube.com/c/NazmulTvInIslam/videos
0 Comments