Nazmul tv In Islam দিন প্রচারের কাজে নিয়োজিত
Recited by Saad Al Qureshi
Editing By MD.N.M.K.NAZMUL HASSAN
সূরা হুমাযাহ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৪ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৯ টি। এ সূরাটিতে তিনটি জঘন্য গোনাহের কথা বলা হয়েছে। গোনাহ্ তিনটি হল গীবত, সামনাসামনি দোষারোপ করা ও মন্দ বলা এবং অর্থলিপ্সা।
আয়াত সমূহ
1. প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে পরনিন্দাকারীর দুর্ভোগ,
2 যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে
3 সে মনে করে যে, তার অর্থ চিরকাল তার সাথে থাকবে!
4 কখনও না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পিষ্টকারীর মধ্যে।
5 আপনি কি জানেন, পিষ্টকারী কি?
6 এটা আল্লাহর প্রজ্জ্বলিত অগ্নি,
7 যা হৃদয় পর্যন্ত পৌছবে।
8 এতে তাদেরকে বেঁধে দেয়া হবে,
9 লম্বা লম্বা খুঁটিতে।
DON'T FORGET TO Like, SUBSCRIBE & SHARE THIS VIDEO !!!
![📢](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t39/1/16/1f4e2.png)
![🔔](https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t30/1/16/1f514.png)
আসসালামু আলাইকুম আমাদের লক্ষ্য দ্বীন প্রচার করা।
Recited by Saad Al Qureshi
Editing By MD.N.M.K.NAZMUL HASSAN
•প্রচার করো, আমার পক্ষ থেকে একটি মাত্র আয়াত হলেও। সহিহ বুখারীঃ৩৪৬১
•আপনার যতটুকু জ্ঞান আছে তা মানুষের মাঝে বিলিয়ে দেন, পরকালের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে।
•কেউ হেদায়েতের দিকে আহ্বান করলে যতজন তার অনুসরণ করবে প্রত্যেকের সমান সওয়াবের অধিকারী সে হবে, তবে যারা অনুসরন করেছে তাদের সওয়াবের কোন কমতি হবে না।"
0 Comments